বকশীগঞ্জে মাস্ক না পরায় ৪০ জনকে জরিমানা

মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ জনকে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার না করায় সরকার ঘোষিত লকডাউনের দশম দিনে ভ্রাম্যমাণ আদালতে ৪০ জনকে জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস ১ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পথচারী, অটোচালক, ভ্যানচালককে ৪০টি মামলায় ১৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।

এসময় এসিল্যান্ড স্নিগ্ধা দাস পথচারীদের করোনা সংক্রমণ রোধে সকলকে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।