বিনোদন প্রতিবেদক :
সম্প্রতি দেশবরেণ্য কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ‘নীল মাছি’ শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা এবং সুর পলিন কাউসারের। নতুন এই গানটির সঙ্গীত আয়োজন করেছেন সঙ্গীত পরিচালক রাজন সাহা।
নতুন গান সম্বন্ধে বাপ্পা মজুমদার বলেন, গানটি এক কথায় চমৎকার ও সাবলীল। কথা এবং সুরে ভিন্নতা এনেছে পলিন। রাজনের সাথে এর আগেও কাজ হয়েছে আমার। ওর কাজ বরাবরই ভালো লাগে। বেশ আনন্দ নিয়ে গানটি গেয়েছি। গানটিতে একটি আলাদা আবেদন আছে। যা রুচিশীল শ্রোতাদের টানতে সক্ষম হবে।
গানটির মিউজিক ভিডিও তৈরির কাজ চলছে। খুব শিগগির প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং অফিসিয়াল ওয়েবসাইটে ‘নীল মাছি’ গানটি এক যোগে অবমুক্ত হতে যাচ্ছে বলে জানা গেছে।