মাদারগঞ্জে ত্রাণ বিতরণের উদ্বোধন করলেন মেয়র মির্জা কবির

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি :
করোনা পরিস্থিতি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২০ জন হতদরিদ্রকে ত্রাণ বিতরণের উদ্বোধন করলেন মাদারগঞ্জ পৌরসভার মানবিক মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। ১১ জুলাই সকালে ১ ও ২ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন তিনি।
মির্জা কবির এ সময় বলেন, করোনার এই মহামারীর দিনে মাদারগঞ্জ পৌর এলাকার কর্মহীন অসহায় মানুষের জন্য আসন্ন ঈদুল আজহার সময়ে এই ত্রাণ বিতরণ হচ্ছে। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল একজন মানুষও যেন অনাহারে না থাকে। সবার মুখে খাবার পৌঁছে দিব।
তিনি আরও বলেন, ত্রাণ নিয়ে অনিয়ম হবে না। তিনি নিজে তদারকি করে ত্রাণ বিতরণ করছেন বলে জানান।
এসময় কাউন্সিলর ও পৌর সচিব উপস্থিত ছিলেন।