![](http://banglarchithi.com/wp-content/uploads/2021/07/dua-1.jpg)
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার (বিপিজেএ) প্রচার সম্পাদক এস এম হোসাইন আছাদের বাবা সৈয়দ আবু আল ফাত্তাহ্ (ফাতা মিয়া) এর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই আছর নামাজের পর শেখ হাসিনা মেডিকেল কলেজ সড়কের উমির উদ্দিন মার্কেটের বিপিজেএ এর অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জুলফিকার আলী ডালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তুফানের সঞ্চালনায় দোয়া মাহফিলে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক আলী আজাদ মোল্লা, শ্রমিকলীগ নেতা সানোয়ার হোসেন ছানু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিপুন জাকারিয়া, সদস্য আব্দুল গফুর, হাসান মাহমুদ সুজন, সাধারণ সদস্য সাখাওয়াত হোসেন স্বপন, সোহান মিয়া, রাব্বী ও অন্যান্য সদস্যসহ মরহুমের ছোট ছেলে এস এম হোসাইন আছাদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ জুলাই শুক্রবার আছরের পর জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর (মিয়াবাড়ী), লাঙ্গলজোড়া নিবাসী মরহুম সৈয়দ মাতেছম আলীর একমাত্র ছেলে ও সাংবাদিক এস এম হোসাইন আছাদের বাবা সৈয়দ আবু আল ফাত্তাহ্ (ফাতা মিয়া) নিজ বাড়িতে ঘুমের মাঝে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি… রাজিউন। তার বয়স হয়েছিলো প্রায় (জন্ম-২৫/১২/১৯১৫ ও মৃত্যু-০২/০৭/২০২১) ১০৭ বছর। পরে ৩ জুলাই বেলা ১১টার দিকে তাকে নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।