
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনা সংক্রমণ রোধে ঘোষিত লকডাউনের কারণে আয় বন্ধ হওয়া ১০০ জন অটোরিকশা ও ভ্যানচালকের মাঝে ৪ জুলাই সকাল ১০টায় ৭ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু তার ব্যক্তিগত উদ্যোগে কামালের বার্ত্তী বাজার এলাকায় ওই ইউনিয়নের অটোরিকশা ও ভ্যান চালকের মাঝে চাল বিতরণ করেন।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, করোনার কারণে অনেক দরিদ্র পরিবার, অটোরিকশা, ভ্যানচালকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। লকডাউনের কারণে তাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। ফলে তারা পরিবার পরিজন নিয়ে কষ্টে রয়েছেন। তাই আমি তাদের জন্য চাল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি।