ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ী প্রেসক্লাব নির্বাচন : সভাপতি ইব্রাহীম, জাকারিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু আগামী ভবিষ্যৎ হবে কমপিটিশনের ভবিষ্যত : জেলা প্রশাসক হাছিনা বেগম ইসলামপুরে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ মেলান্দহে হত্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকির অভিযোগ মাদারগঞ্জে শীতবস্ত্র পেল তিন শতাধিক শীতার্ত মানুষ মাহমুদপুর ইউনিয়ন বিএনপির মিছিল, পথসভা অনুষ্ঠিত চিকিৎসার অভাবে ক্যান্সার আক্রান্ত সাংবাদিক এম সুলতান আলম মৃত্যুপথযাত্রী বামুনপাড়া উদয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য ভ্যাট নিবন্ধন নিলো মাইক্রোসফট

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিশ্বের অন্যতম বৃহৎ টেক জায়ান্ট মাইক্রোসফট বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা ভ্যাট নিবন্ধন নিয়েছে। ১ জুলাই ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট মাইক্রোসফটকে এই নিবন্ধন প্রদান করে। খবর বাসসের।

সিঙ্গাপুরের ঠিকানায় মাইক্রোসফট রিজিওনাল সেলস পিটিই লিমিটেড নামে সংস্থাটি নিবন্ধন পেয়েছে। নিবন্ধন নেওয়ায় মাইক্রোসফট এখন থেকে বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারি প্রতিষ্ঠান হিসেবে নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দিবে। ফলে ভ্যাট কর্তৃপক্ষ তাদের রিটার্ন যাচাই-বাছাই অর্থ্যাৎ অডিট করতে পারবে।

মাইক্রোসফটের বিআইএন গ্রহণ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবীর জাতীয় সংবাদ সংস্থা বাসসকে বলেন,‘ দেশে যেসব অনাবাসী প্রতিষ্ঠান বিজ্ঞাপন প্রচার করে এর মধ্যে ফেসবুক, গুগল ও অ্যামাজানের পর মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নিয়েছে। এর ফলে এই প্রতিষ্ঠানটি এখন থেকে আমাদের নিকট রিটার্ন দাখিল করবে। আমরা অডিট করতে পারব।’

তিনি বলেন, এসব প্রতিষ্ঠান নিবন্ধন নেয়ার সুবিধা হলো তারা রিটার্ন দাখিল করবে, সেগুলো যাচাই-বাছাই করা যাবে। আমরা অডিট করতে পারব, তারা কমপ্লায়েন্স কিনা সেটাও যাচাই করা যাবে।

অনলাইনভিত্তিক বিনোদন চ্যানেল নেটফ্লিক্স ও হইচইকে শীঘ্রই ভ্যাট নিবন্ধন দেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, মাইক্রোসফট বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি সফটওয়্যার ও অ্যাপস বিক্রি করে থাকে। এ ছাড়া ইয়াহুর কার্যক্রম মাইক্রোসফটের সঙ্গে যুক্ত। সে জন্য ইয়াহু যেসব সেবা দেয়, তার বিপরীতেও ভ্যাট দিতে হবে। অবশ্য এত দিন মাইক্রোসফটের সেবার বিপরীতে ভ্যাট কেটে রাখা হতো। মাইক্রোসফটের বিলের টাকা বিদেশে পাঠানোর সময় ভ্যাটের টাকা কেটে রাখা হয়। ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখে।

এর আগে জুন মাসে ফেসবুক এবং মে মাসে গুগল ও অ্যামাজন ভ্যাট নিবন্ধন নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী প্রেসক্লাব নির্বাচন : সভাপতি ইব্রাহীম, জাকারিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য ভ্যাট নিবন্ধন নিলো মাইক্রোসফট

আপডেট সময় ০৯:৩৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিশ্বের অন্যতম বৃহৎ টেক জায়ান্ট মাইক্রোসফট বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা ভ্যাট নিবন্ধন নিয়েছে। ১ জুলাই ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট মাইক্রোসফটকে এই নিবন্ধন প্রদান করে। খবর বাসসের।

সিঙ্গাপুরের ঠিকানায় মাইক্রোসফট রিজিওনাল সেলস পিটিই লিমিটেড নামে সংস্থাটি নিবন্ধন পেয়েছে। নিবন্ধন নেওয়ায় মাইক্রোসফট এখন থেকে বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারি প্রতিষ্ঠান হিসেবে নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দিবে। ফলে ভ্যাট কর্তৃপক্ষ তাদের রিটার্ন যাচাই-বাছাই অর্থ্যাৎ অডিট করতে পারবে।

মাইক্রোসফটের বিআইএন গ্রহণ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবীর জাতীয় সংবাদ সংস্থা বাসসকে বলেন,‘ দেশে যেসব অনাবাসী প্রতিষ্ঠান বিজ্ঞাপন প্রচার করে এর মধ্যে ফেসবুক, গুগল ও অ্যামাজানের পর মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নিয়েছে। এর ফলে এই প্রতিষ্ঠানটি এখন থেকে আমাদের নিকট রিটার্ন দাখিল করবে। আমরা অডিট করতে পারব।’

তিনি বলেন, এসব প্রতিষ্ঠান নিবন্ধন নেয়ার সুবিধা হলো তারা রিটার্ন দাখিল করবে, সেগুলো যাচাই-বাছাই করা যাবে। আমরা অডিট করতে পারব, তারা কমপ্লায়েন্স কিনা সেটাও যাচাই করা যাবে।

অনলাইনভিত্তিক বিনোদন চ্যানেল নেটফ্লিক্স ও হইচইকে শীঘ্রই ভ্যাট নিবন্ধন দেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, মাইক্রোসফট বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি সফটওয়্যার ও অ্যাপস বিক্রি করে থাকে। এ ছাড়া ইয়াহুর কার্যক্রম মাইক্রোসফটের সঙ্গে যুক্ত। সে জন্য ইয়াহু যেসব সেবা দেয়, তার বিপরীতেও ভ্যাট দিতে হবে। অবশ্য এত দিন মাইক্রোসফটের সেবার বিপরীতে ভ্যাট কেটে রাখা হতো। মাইক্রোসফটের বিলের টাকা বিদেশে পাঠানোর সময় ভ্যাটের টাকা কেটে রাখা হয়। ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখে।

এর আগে জুন মাসে ফেসবুক এবং মে মাসে গুগল ও অ্যামাজন ভ্যাট নিবন্ধন নেয়।