বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ২৯ জুন দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সঞ্চালনায় সমন্বয় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সচেতন করা, মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা, লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা, ঈদুল আযহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।