বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৭ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন্ট টেস্টে ছয়জনের করোনা শনাক্ত হয়।
আক্রান্তদের বাড়ি বগারচর ইউনিয়নের সারমারা গ্রামে চারজন, বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামে একজন এবং বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া এলাকায় একজন।
এর আগে ২৬ জুন আরও দুইজন করোনা শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, করোনায় আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের সার্বক্ষণিক তদারকি করা হবে।