বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ২৬ বয়সী যুবকের করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় তার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। ২৩ জুন বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ লকডাউন ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব জানান, গত ২২ জুন কান্দাপাড়া গ্রামের যুবক জামালপুর সদরে নমুনা দিলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ বিন রশীদ সত্যতা নিশ্চিত করে জানান, করোনা শনাক্ত সে যুবক বাড়িতেই আছেন সংবাদ পেয়ে তার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।