বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৃদ্ধ বাবার মৃত্যুর শোকে দুই ঘন্টা পর মেয়ের মৃত্যু হয়েছে। ২৩ জুন সকালে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঝপাড়া গ্রামের ৮০ বছরের হেদু খা বার্ধ্যকজনিত কারণে ২৩ জুন সকাল ৮টায় নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুর ঘটনায় মেয়ে আকলিমা বেগম (৫০) শোকে স্তব্ধ হয়ে পড়েন। কয়েকবার সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে দুই ঘন্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়েন মেয়ে আকলিমা বেগম। বাবা মেয়ের এমন মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।