দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে দেবর মোস্তাক আহাম্মেদের হাতে বড় ভাইয়ের স্ত্রী ফুলেরা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেওয়ানগঞ্জ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাদেশষারিয়াবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ২১ জুন মধ্যরাতে আবু কালামের স্ত্রী ফুলেরা বেগমের সাথে ছোট ভাই মোস্তাক আহাম্মেদের স্ত্রী স্বপ্না বেগমের ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে মধ্য রাতে আবু কালামের ঘরে ডুকে মোস্তাক ও তার স্ত্রী স্বপ্না লোহার রড দিয়ে ফুলেরা বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়। গুরুতর অবস্থায় ফুলেরা বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন বিকালে তার মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ফুলেরা বেগম জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।