বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
দুই দিনেও সন্ধান মিলেনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্হা গ্রামের নিখোঁজ ইসমাইল হোসেনের। ১২ ঘণ্টা ব্রহ্মপুত্র পুত্র নদে অভিযান করে ফিরত গেলেন ময়মনসিংহ ইউনিটের ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জানা গেছে, ২০ জুন দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গা গ্রামের মৃত টুনু সেখের ছেলে ইসমাইল হোসেন বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে সাতাঁর কেটে গরুর ঘাস নিয়ে পারাপারের সময় নদের মাঝখানে পানির স্রোতে ডুবে নিখোঁজ হন।
নিখোঁজের সংবাদ পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের ইনর্চাজ আশেক আল মারুফের নেতৃত্বে ময়মনসিংহ ইউনিটের ফায়ার সার্ভিসের ডুবুরিদল ২০ জুন বিকাল থেকে ২১ জুন বিকাল পর্যন্ত ১২ ঘণ্টা চেষ্টা করেও কৃষক ইসমাইলকে উদ্ধার করতে পারেনি। উদ্ধার করতে না পেরে ২১ জুন বিকালে ময়মনসিংহ ফেরত যান দলটি।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আশেক আল মারুফ জানান, ২১ জুন বিকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলমান ছিল। কিন্তু ইসমাইলকে জীবিত বা মৃত কোন অবস্থায়ই উদ্ধার করা সম্ভব না হওয়ায় ইউপি চেয়ারম্যনসহ এলাকাবাসীর সাথে কথা বলে ২১ জুন বিকালে চলে গেছেন ডুবুরি দল।