মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে ৬৩ বছর বয়সী এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় তার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। ২১ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম এ লকডাউন ঘোষণা করেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক জানান, কয়েকদিন আগে ওই ব্যক্তি জামালপুর সদরে নমুনা দিলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বাড়িতে এসেছেন খবর পেয়ে ওই বাড়িটি লকডাউন ঘোষণা করার পর লাল পতাকা উড়ানো হয়েছে। মানুষকে করোনা সচেতন করতে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে।
তিনি আরও জানান, সরকারি বিধিনিষেধের আওতায় করোনায় আক্রান্ত প্রত্যেক ব্যক্তির বাড়ি লকডাউনে রাখা হচ্ছে।