নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহ উপজেলার মলিকা ডাংগা দক্ষিণপাড়া গ্রামে ১৭ জুন দুপুরে অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. আশরাফুল ইসলাম (৪০)। তিনি স্থানীয় মো. সুরুজ্জামানের ছেলে।
জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর শিশির মাহমুদ তালুকদার ও সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইনের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ১৭ জুন দুপুর একটা ১০ মিনিটের দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার মলিকা ডাংগা দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের একটি মোবাইল টাওয়ারের পশ্চিম পাশের রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।