মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহ উপজেলায় কোয়ারেন্টিনে থাকা রোগীদের খোঁজ নিয়েছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সফিকুল ইসলাম। ১৬ জুন সকালে কোয়ারেন্টিনে থাকা রোগীদের বাড়ি গিয়ে রোগীর স্বজনদের সাথে কথা বলেন ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেন।
এসময় তিনি আক্রান্তদের অবস্থা সম্পর্কে খোঁজ নেন। এ ছাড়াও বাড়ির আশেপাশের থাকা অন্য পরিবারগুলোকে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে নিরাপদে থাকার পরামর্শ দেন।