বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
১৩ জুন দুপুরে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় রোড হতে খান বাড়ি জামে মসজিদ হয়ে জামালপুর রোড পর্যন্ত ৪৫০ মিটার রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দিয়া এন্টারপ্রাইজ ৫৬ লাখ টাকা ব্যয়ে রাস্তাটির ঢালাই কাজ বাস্তবায়ন করবেন।