মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জিয়াউর রহমানের সম্পর্কে যত জানবেন তত বেশি মানবেন, তত বেশি শ্রদ্ধা করবেন তাকে। তার দেশপ্রেম সবই ছিল দৃষ্টান্ত। স্বজনপ্রীতি কি তিনি তা জানতেন না। দুর্নীতি, অনাচার তাকে কখনও স্পর্শ করতে পারেনি।
নজরুল ইসলাম খান আরও বলেন, জিয়াউর রহমানকে নিয়ে আজকে যারা কটুক্তি করে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বার্তা বলেন তারা জানেন না দেশের জন্য যে অবদান রেখে গেছেন তিনি তা কখনই মানুষ মন থেকে মুছে ফেলতে পারবে না।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জামালপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন। ১২ জুন দুপুরে বিএনপির বিভাগীয় সাংগঠনিক টিমের ব্যবস্থাপনায় জামালপুর জেলা বিএনপির আয়োজনে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ ভার্চুয়াল সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী গোলাম নবী, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।
অপরদিকে ওই ভার্চুয়াল আলোচনা সভায় শেরপুর জেলা বিএনপিসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অংশ নেয়।