জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের নিজস্ব অর্থায়নে বয়সের শেষ প্রান্তে এসে গৃহহীন সূর্যভান অবশেষে ঘর পেলেন।
১১ জুন সকালে উপজেলার চরপাকেরদহ ফকির পাড়ায় ২ লাখ টাকা ব্যায়ে টিনসেড পাকা ঘরের চাবি হস্তান্তর করেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকার্তা শাহ জামাল, আওয়ামী লীগনেতা রেজাউল করিম সোহাগ, কৃষকনেতা রহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।