সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল আজিজ নামে এক গাছির মৃত্যু হয়েছে। ১০ জুন দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের সুনছের শেখের ছেলে আব্দুল আজিজ বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল আজিজ ১০ জুন দুপুরে বড়বাড়ীয়া গ্রামের মোজাম্মেল হোসেনের তালগাছে ওঠেন তাল পাড়তে। অসাবধানতায় তিনি এসটিডি বিদ্যুৎ লাইনের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। সরিষাবাড়ী ও জামালপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
জামালপুর জেলা ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মনিরউজ্জামান বলেন, কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় তাল পাড়তে গিয়ে এক গাছি বিদ্যুতায়িত হয়ে পড়ে। সংবাদ পেয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।