সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শেরপুরের গণমাধ্যমকর্মীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮ জুন দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ওইসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুল মজিদ।
এ দিন জেলা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শরীফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অনেকে।
আলোচনাসভা শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের হাতে করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।