বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মাঠের খেলায় ভারতের দাপট ছিল স্পষ্ট। স্কোরবোর্ডেও সেটা বহাল থাকল। সুনীল ছেত্রীর জোড়া গোলের কাছে শেষ পর্যন্ত হেরেই গেল বাংলাদেশ।
৭ জুন কাতারের দোহায় বিশ্বকাপ-২০২২ এর প্রাক-বাছাই এবং এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের কাছে ২-০ গোলে ম্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ অধিনায়ক সুনীল ছেত্রীর কাছেই যেন হেরে বসল জামাল ভুঁইয়ার দল।
বিশ্বকাপ-এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ ‘ই’তে ৭ ম্যাচ খেলে পাঁচ হারের পিঠে মাত্র দুই ড্র অর্জন বাংলাদেশের। নামের পাশে পয়েন্টও মাত্র দুটি। ভারতের এটি প্রথম জয়। প্রথম দেখায় কলকাতার সল্টলেগে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ ও ভারত।
বল পায়ে ভারতের দাপটের মাঝেই ম্যাচের নবম মিনিটে একটা সুযোগ করে নিয়েছিল বাংলাদেশ। রহমত মিয়ার থ্রো-ইনে আসা বলে বক্সের মধ্যে অবশ্য পায়ের স্পর্শই দিতে পারেননি তারিক।
ম্যাচের ৩৫ মিনিটে ভারতকে গোলবঞ্চিত করেন রিয়াদুল হাসান, গোললাইনে বল ঠেকান তিনি। প্রথমার্ধে পরে কোনো দল আর গোলমুখে ত্রাস সৃষ্টি করতে পারেনি। কাটে গোলশূন্য।
মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৬৩ মিনিটে সুযোগ নষ্ট করেন ছেত্রী। সেটি পুষিয়ে দিতেও সময় নেননি। ৮০ মিনিটে হেডে প্রথম গোলটি আনেন ভারত অধিনায়ক। নির্ধারিত সময়ের খেলা শেষের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
তাতে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে শেষবার জয়ের দেখা পাওয়া বাংলাদেশের প্রতিবেশী দেশটির বিপক্ষে জয়খরা আরও দীর্ঘই হল।
গত বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে তপু বর্মণের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১-১ গোলের ড্রয়ে এক পয়েন্ট জমায় জেমি ডের শিষ্যরা। প্রথম দেখায় আফগানদের কাছে ১-০ গোলে ম্যাচ হাতছাড়া করে বাছাই শুরু করেছিল বাংলাদেশ।