বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শাখা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দিয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের জামালপুর জেলা শাখা।
৮ জুন বিকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম খান সজিব ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কর্নেল যৌথ স্বাক্ষরে ৭ জুন সন্ধ্যায় দুই ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
আশিকুর রহমান তুলনকে আহ্বায়ক ও শহিদুল হক দুলালকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি এবং শেখ রহমত আলীকে আহ্বায়ক ও মিজানুর রহমান মিজানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।