বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই ইউনিটের আহ্বায়ক কমিটি গঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শাখা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দিয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের জামালপুর জেলা শাখা।

৮ জুন বিকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম খান সজিব ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কর্নেল যৌথ স্বাক্ষরে ৭ জুন সন্ধ্যায় দুই ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

আশিকুর রহমান তুলনকে আহ্বায়ক ও শহিদুল হক দুলালকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি এবং শেখ রহমত আলীকে আহ্বায়ক ও মিজানুর রহমান মিজানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad