লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) ২০১৯ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন দিনব্যাপী উপজেলা পরিষদের সভাকক্ষে এই অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রওশন আরা বেগম প্রধান অতিথি হিসেবে অনলাইনে কর্মশালায় অংশ নেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল ও জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. নায়েব আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়নাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় আগামী বন্যাসহ ব্রজপাতে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা হয়।