মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ প্রমুখ।
ঐতিহাসিক ৬ দফা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।
এদিকে ৬ দফা দিবস উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।