বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ভূমি সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভূমি সপ্তাহ উদ্বোধন করা হয়।
৬ জুন সকালে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, পৌর কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনীন আক্তার, দেওয়ানগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ছামিউল হক, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খান।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবীসহ উপজেলার ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।