বিশেষ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ উচ্চ বিদ্যালয়ে ৬ জুন শ্বাশুড়িদের নিয়ে ম্যানকেয়ার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোছা. ছকিনা বেগম।
পারিবারিক কাজে পুরুষের অংশগ্রহণকে উৎসাহিত করা, অর্থনৈতিক কাজে নারীর অংশগ্রহণের সুযোগ তৈরিতে পুরুষের সহযোগিতা এবং পারিবারিক অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা এসব বিষয়কে সামনে রেখে পরিবারে অভিভাবক হিসেবে শ্বাশুড়ির অবদানকে গুরুত্ব দিয়ে পারিবারিক বিষয় ভিত্তিক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের জেন্ডার বিষয়ক কর্মকর্তা মনোয়ার বেগম। এছাড়া কমিউনিটি সহায়করা সভা আয়োজনে সহায়তা করেন।
উল্লেখ অস্ট্রেলিয়া এইড এর আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় ‘নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইন ফর স্মল হোল্ডার ফার্মাস (এনএসভিসি)’ প্রকল্পের আওতায় এধরনের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ওয়ার্ল্ড ভিশন জামালপুর সদর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।