সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে করোনা শনাক্ত হয়ে আক্কাস আলী নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ৫ জুন বিকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যান তিনি। আক্কাস আলী শহরের নবীনগর মহল্লার গাড়িয়ালবাড়ির গয়া শেখের ছেলে। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ১৬ জন।
জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রুউফ বলেন, করোনার উপসর্গ নিয়ে ৩ জুন হাসপাতালে করোনার পরীক্ষা করান। সেদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তার করোনা পজেটিভ এলেও তিনি হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে চলে যান। ৪ জুন অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাথাকাবস্থায় ৫ জুন বিকালে মারা যান তিনি।