বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ৫ জুন দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল।
উপজেলা প্রাণি সম্পদ বিভাগের এনএটিপি-২ প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুন নাহারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, আমিন মোহাম্মদ গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক গাজী মো. আমানুুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি নুরুল আমিন ফোরকান, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, গাজী মো. আজাদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, হিন্দু পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায়, বণিক সমিতির নেতা আবদুল হামিদ সহ বিভিন্ন খামার মালিক, ডেইরী ফার্ম অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে ৩০টি বিভিন্ন ক্যাটাগরির স্টল বসানো হয় এবং অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।
স্থানীয়ভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে লালন পালন করা বিভিন্ন খামারের গরু, ছাগল, ভেড়া ও বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।