সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রত্যান্ত গ্রামাঞ্চলে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। ৪ জুন দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া এলাকায় বুকল্যান্ডের উদ্যোগে শতাধিক নারী শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়। এ ছাড়াও হাসড়া মাজালিয়া গ্রামে মিলন স্মৃতি পাঠাগারকে বিভিন্ন লেখকের দুই শতাধিক বই প্রদান করেন বুকল্যান্ড লাইব্রেরি।
এ সময় বুকল্যান্ড জার্নালের সম্পাদক ফারহানা হাসান তুলি বলেন, প্রত্যান্ত গ্রামঞ্চলের নারী শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে বুকল্যান্ড এমন উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই গ্রামঞ্চলের নারীরা সুস্থ জীবনযাপন করুক। সমাজে অনেক কিশোরী রয়েছে তারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে না। যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এসব বিষয়ে সচেতন করাই আমাদের লক্ষ্য। এসব বিতরণ ধারাবাহিকতা বজায় থাকবে। এ ছাড়াও বুকল্যান্ড লাইব্রেরি থেকে প্রকাশিত শিশু-কিশোরভিত্তিক মাসিক পত্রিকা বুকল্যান্ড জার্নাল ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন বুকল্যান্ডের প্রতিষ্ঠাতা সম্পাদক এম এম মাসুমুজামান, বুকল্যান্ড জার্নালের সম্পাদক ফারহানা হাসান তুলি, কোর্ডিনেটর হাসানাত মোবারক, মিলন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আতিফ আসাদ প্রমুখ।