সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার থেকে ঝগড়ারচর বাজার সড়কের অসমাপ্ত নির্মাণ কাজ শেষ করার দাবিতে সড়কে শুয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী। ৪ জুনু দুপুরে হোসাইন মারুফ ক্রীড়াচক্রের আয়োজনে রাস্তায় শুয়ে আধা ঘন্টাব্যাপী এ অভিনব প্রতিবাদ করেন তারা।
এসময় বক্তারা অভিযোগ করেন, জেলা সদরের নন্দীর বাজার থেকে ঝগড়ারচর বাজার সড়কের ১৫ কিলোমিটার কাজ তিন বছর যাবত বন্ধ রয়েছে। এতে সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এসব সড়কে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। তাই দ্রুত এই সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।