লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় মনোহারী দোকানে হালখাতার মাইকের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ জুন দুপুরে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, আব্দুর রহিমের ছেলে রিপনের মনোহারী দোকানে মাইক বাজিয়ে হালখাতা চলছিল। এসময় দোকানের পাশে হালখাতার মাইকটি শাহজামাল আকন্দের ছেলে মাদরাসা পড়–য়া ছাত্র আলিফ আকন্দ (১২) গজল গাইতে গেলে চাচা রিপন আকন্দ মাইকের বাশেঁর খুটি অন্য দিকে ঘুরানোর সময় হর্ণ বৈদ্যুতির তারের সংস্পর্শে জড়িয়ে পড়ে।
মাইকের তার বিদ্যুতায়িত হয়ে গেলে আলিফ হাসানের (১২) হাতে থাকা মাউথপিচ ও তার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। এসময় আলিফ হাসানকে বাচাঁতে গিয়ে দোকান মালিক রিপন (৩৫) মাইকের ব্যাটারি ও সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে দোকান মালিক রিপনও ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
এ ঘটনায় নিহত উভয় পরিবারে শোকের মাতম চলছে।
ইসলামপুর থানার ওসি মোহাম্মদ মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।