মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
২০২২ সালের এসএসসি পরীক্ষা ৭০% শর্ট সিলেবাসে নেওয়ার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ৩ জুন সকালে শহরের বকুলতলা চত্বরে এসএসসি ২০২২ এর জামালপুর ও ময়মনসিংহ জেলার পরীক্ষার্থীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের ভাষ্য, করোনাভাইরাসের কারণে তাদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। যার কারণে ২০২২ সালের এসএসসি পরীক্ষা ৭০% সিলেবাসে নেওয়ার দাবি জানায় তারা।
মানববন্ধনে বক্তব্য রাখে শিক্ষার্থী আসাদুজ্জামান, আকলিমা খাতুন ও শুভ দাস।