বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ৩১ মে দুপুরে উপজেলা মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন।
জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরউল্লাহ, উপজেলা প্রকৌশলী সাহেদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, সমবায় কর্মকর্তা রফিকুল, ইসলাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাধ্যমিক একাডেমি কর্মকর্তা সজল ভদ্র, এ কে এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসাম সেলিম খান, চুকাইবাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে চুকাইবাড়ী ইউনিয়ন বনাম হাতীভাঙ্গা ইউনিয়ন।