মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২৮ মে বুকে ব্যথা হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ মে তার এনজিওগ্রাম এবং হার্টে তিনটি রিং পড়ানো হয়েছে।
সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম জানান, বেলা ১১টায় রিং পড়ানোর পর তাকে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কাইসার নসরুল্লাহর তত্ত্বাবধানে হাসপাতালের সিসিইউ এর ১৯ নাম্বার শয্যায় রাখা হয়েছে। তিনি শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। তার হার্টে তিনটি ব্লক ধরা পরে। ২৯ মে সন্ধ্যায় খবর নিয়ে জানা গেছে, তিনি হাসপাতালের দেওয়া খাবার খেয়েছেন।
সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের রোগমুক্তি কামনায় ২৯ মে সদর উপজেলার বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠিত হয়েছে।