লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় নবগঠিত সেলুন মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে রাতে ইসলামপুর বাজারস্থ বিআরডিবি মার্কেট ভবনে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ।
জগাই চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি অংকন কর্মকার, সাবেক সভাপতি নূর ইসলাম নূর, কাউন্সিলর মোহন মিয়া, ইসলামপুর বাজার বণিক সমিতির যুগ্মসম্পাদক বাবলু মন্ডল, কনফিডেন্স চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক রাজেশ কুমার পাল গুরুদাস, শিক্ষক সুবেন্দ্র চন্দ্র, গণমাধ্যমকর্মী এম শফিকুল ইসলাম ফারুক, লিয়াকত হোসাইন লায়ন প্রমুখ।
সভায় ইসলামপুর সেলুন মালিক সমিতির সভাপতি জগাই চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক দিপক চন্দ্র বিশ্বাস, সহসভাপতি মঞ্জু শেখ, যুগ্মসম্পাদক কালাম মিয়া, সাংগঠনিক সম্পাদক ময়না চন্দ্র ঋষি, কোষাধ্যক্ষ জীবন চন্দ্র বিশ্বাস, দপ্তর সম্পাদক ওয়াসিম চৌধুরী, প্রচার সম্পাদক পলাশ চন্দ্র ঋষি, সহ-প্রচার সম্পাদক রনি শেখ, কার্যনির্বাহী সদস্য মোহন চন্দ্র দাস ও বিদ্যুৎ চন্দ্র বিশ্বাসসহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নব গঠিত কমিটির নেতৃবৃন্দ সামাজিক আন্তরিকতা ও কল্যাণকর কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।