লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২৮ মে বিকেলে শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক,বালিকা (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়।
ইসলামপুর নেকজাহান মডেল হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামান আব্দুন নাছের বাবুল।
উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, প্রধান শিক্ষক রমজান আলী প্রমুখ।
অনুষ্ঠানে পার্থশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা ইউনিয়ন ও পাথর্শী ইউনিয়ন দল উদ্বোধনী খেলায় অংশ নেয়। খেলায় পাথর্শী ইউনিয়নকে গাইবান্ধা ইউনিয়ন ২-০ গোলে পরাজিত করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা ও পৌরসভার ৭টি দল অংশ নিবে।