বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মিয়া স্মরণে ব্যক্তিগত অর্থায়নে ছাত্রী ছাউনি উদ্বোধন করা হয়েছে। ২৭ মে দুপুরে দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়কের বাহাদুরাবাদ ইউনিয়নের কাদেরের মোড়ে এ যাত্রী ছাউনি উদ্বোধন করেন বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখাল।
জানা গেছে. ২০১২ সালের ২৩ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের স্মরণে তার পরিবারদের নিজস্ব অর্থায়নে জনসাধারণের সুবিধার্থে এ যাত্রী ছাউনী নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, নাদের হোসেন, সাবেক প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুল মালেক, আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমীর হোসেন, আতিকুর রহমান, আরিফ, আতাউল করিম আশিক, সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান, সাংবাদিক তারেক মাহমুদ, হাফেজ গোলাম রব্বানী প্রমুখ।