বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ২৭ মে বিকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকার বওলাতলী ঈদগাহ মাঠে প্রিয় দেওয়ানগঞ্জ গ্রyপ আয়োজনে ও দুস্থ এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে টিউবওয়েল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। চিকাজানী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, দুস্থ এইড বাংলাদেশ সোসাইটির হিসাবকর্মকর্তা কোহিনুর আলম, চিকাজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম আকা, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আক্কাছ, চুকাইবাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ইউপি সদস্য আব্দুল সালাম, রশিদুল হক প্রমুখ।