লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বিকেলে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান।
এতে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-সমতা প্রকল্পের জামালপুর জেলা সমন্বয়কারী তানজিনা খাতুন, প্রজেক্ট অফিসার জোবায়ের হোসেন, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাংবাদিক খাদেমুল হক বাবুল, আব্দুস সামাদ, মোরাদুজ্জামান, লিয়াকত হোসেন লায়নসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।