বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন।
২২ মে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা হলো ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০। আর মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জনের।
তবে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ৩০ লক্ষের নিচে। ২৮ এপ্রিলের পর প্রথমবার।