বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা। ২০ মে সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহ-সভাপতি খাদেমুল ইসলাম, বিল্লাল হোসেন মন্ডল, তারেক মাহামুদ, জাকিউল ইসলাম, রশিদুল আলম সিকদার, হারুন অর রশিদও ফরিদুল ইসলাম।
মানববন্ধনে সাংবাদিক নেতারা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানান।