ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলায় জামালপুর ফুটবল একাডেমির জয় জামালপুরে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সামাজিক শক্তি দিয়েই সকল ষড়যন্ত্র নস্যাৎ করবো : ডিআইজি ড. আশরাফুর রহমান ম্যালেরিয়ায় মৃত্যুর হার প্রাক-কোভিড পর্যায়ে ফিরে এসেছে : ডব্লিউএইচও সিরিয়ায় দুই দিনে ৪৮০ দফা হামলা ইসরাইলের অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে মানবাধিকার দিবস উদযাপিত ইসলামপুরে জেলা প্রশাসকের পরিদর্শন, মতবিনিময়, ভিক্ষুকদের ছাগল বিতরণ জামালপুরে শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সমস্যায় জর্জরিত দেওয়ানগঞ্জ রেলস্টেশনের নির্মাণ কাজ বন্ধ জামালপুরে সাংবাদিকদের সাথে গণতন্ত্রমঞ্চের নেতৃবৃন্দের মতবিনিময়

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪২৫

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৬ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৫ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২৬ ও নারী ১০ জন।

গতকালের চেয়ে আজ ১ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৭ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ২৮৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ। গত ১৭ মে থেকে মৃত্যুর একই হার রয়েছে।

গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৯ জন এবং ষাটোর্ধ ১৯ জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী ও সিলেট বিভাগে ৩ জন করে, খুলনায় ২ জন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছেন।

২০ মে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ৪৩৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২০ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৬০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৫০ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭ দশমিক ৮৩ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৩৩ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৭ লাখ ৭৪ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪২ লাখ ২৬ হাজার ৩৭১টি হয়েছে সরকারি এবং ১৫ লাখ ৪৮ হাজার ৫১২টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। গতকাল পর্যন্ত শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৯২৩ জন। গতকালে চেয়ে আজ ৫৪৫ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯২ দশমিক ৫৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৪২৫ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০ হাজার ৪৯৮ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৭৩টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ৪০২টি ও বেসরকারি ৮০টিসহ ৪৮২টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪৩৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২০ হাজার ৫২৮ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৯১টি নমুনা কম পরীক্ষা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলায় জামালপুর ফুটবল একাডেমির জয়

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪২৫

আপডেট সময় ০৬:২৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৬ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৫ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২৬ ও নারী ১০ জন।

গতকালের চেয়ে আজ ১ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৭ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ২৮৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ। গত ১৭ মে থেকে মৃত্যুর একই হার রয়েছে।

গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৯ জন এবং ষাটোর্ধ ১৯ জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী ও সিলেট বিভাগে ৩ জন করে, খুলনায় ২ জন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছেন।

২০ মে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ৪৩৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২০ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৬০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৫০ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭ দশমিক ৮৩ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৩৩ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৭ লাখ ৭৪ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪২ লাখ ২৬ হাজার ৩৭১টি হয়েছে সরকারি এবং ১৫ লাখ ৪৮ হাজার ৫১২টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। গতকাল পর্যন্ত শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৯২৩ জন। গতকালে চেয়ে আজ ৫৪৫ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯২ দশমিক ৫৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৪২৫ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০ হাজার ৪৯৮ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৭৩টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ৪০২টি ও বেসরকারি ৮০টিসহ ৪৮২টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪৩৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২০ হাজার ৫২৮ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৯১টি নমুনা কম পরীক্ষা হয়েছে।সূত্র:বাসস।