বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
যমুনা টেলিভিশনের জামালপুরের স্টাফ রিপোর্টার শোয়েব হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ মে রাতে হামলা ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানিয়েছেন বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কর্মরত গণমাধ্যমকর্মীরা।
১৭ মে এক বিবৃতিতে তারা এঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং এ ঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
যারা নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানিয়েছেন তারা হলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, সিনিয়র সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ও সহসভাপতি আবদুর রাজ্জাক মাহমুদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে শাহজাহান পারভেজ শাহীন, এস এম আশরাফুল আজম, আফজাল শরীফ, রকিবুল হাসান বিদ্রোহী, ফিরোজ আল মুজাহিদ, নুরজ্জামান খান, শামীম তালুকদার, ফয়জুর রহমান, মনিরুজ্জামান লিমন, রাশেদ আলম স¤্রাট, রব্বানী রহমান, মাহমুদুল হাসান সুমন ও রিপন মিয়া এঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
আরও পড়তে পারেন : সাংবাদিক শোয়েবের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা, হত্যার হুমকি