বছর ঘুরে একমাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বের সর্ববৃহৎ উৎসব ঈদুল ফিতর সমাগত। বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের ভয়াবহ আগ্রাসনের কারণে ঈদ আনন্দ উপভোগ করতে হচ্ছে সিমিত আকারে। লকডাউনের কারণে অনেকেই পরিবারের সকল সদস্যদের সাথে মিলেমিশে ঈদ উদযাপন করতে পারছে না। অনেক পরিবারেই কেউ না কেউ করোনার ছোবলে মৃত্যুবরণ করেছে। অনেকেই আবার আক্রান্ত হয়ে কঠিন যন্ত্রণা ভোগ করছে। আমরা ওই সকল পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছি।
এরপরও আমরা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায়সহ ঈদ আনন্দ উদযাপনে সতর্কতা অবলম্বন করবো। আমাদের সম্মিলিত করোনা মোকাবেলায় সফল হতে পারলে আগামীতে ঈদসহ অন্যান্য উৎসব বর্ণাঢ্যভাবে আয়োজন করতে পারবো। ভাবতে হবে আপনার সুস্থতার ওপর নির্ভর করছে গোটা পরিবারের স্বাভাবিক জীবনাচার।
আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার পথে অসংখ্য প্রাণ অকালেই ঝরে গেছে।
জামালপুরসহ মফস্বল শহরগুলোর বিপণী বিতান, যানবাহন এবং হাটবাজারে উপচে পড়া মানুষের ভীড়। স্বাস্থ্যবিধি মানতেই চাইছে না। মানুষের স্রোত সামাল দিতে স্থানীয় প্রশাসন হিমশিম খাচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে চলতি মাসের শেষ সপ্তাহে এবং আগামী মাসে কোভিড এর ঢেউ ভয়াবহ রূপ নিতে পারে। এর মূল কারণই হচ্ছে ঈদ বাজার। মানুষের অবাধ গমনাগমন। জনসমাগম। স্বাস্থ্যবিধি মেনে না চলা। মহামারী নিয়ে ধর্মীয় নির্দেশনা উপেক্ষা করা।
তবুও ঈদ পালন করতেই হবে আমাদের। ধর্মীয় রীতি, সংস্কৃতি এবং আমাদের শ্বাশত আবেগ নিয়ন্ত্রণ রেখে আসুন জনসমাগম এড়িয়ে সিমিত আকারে ঈদুল ফিতর উদযাপন করি।
ঈদ উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহসহ দেশের অন্যতম পাঠকনন্দিত অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠি ডটকম এর পক্ষ থেকে দেশ, বিদেশের অগণিত পাঠক ও শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, নিজস্ব প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি শুভেচ্ছা। পত্রিকার প্রকাশক যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলারচিঠির নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, বার্তা সম্পাদক মনন মাহাদি পাঠক, শুভানুধ্যায়ী, ইউনিয়ন, উপজেলা, শহর, অন্যান্য জেলা ও বিভাগীয় প্রতিনিধিসহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি শুভ কামনা প্রকাশ করেছেন।
পবিত্র মাহে রমজান শেষে মসজিদভিত্তিক ঈদু্ল ফিতরের প্রতিটি জামাতে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে করোনা সংক্রমণমুক্ত বিশ্ব প্রতিষ্ঠায় প্রার্থনা করবো। বাংলারচিঠি ডটকম পরিবারের পক্ষ থেকে আবার সকলের প্রতি শুভেচ্ছা। ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!
জাহাঙ্গীর সেলিম
সম্পাদক