
বিল্লাল হোসোন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
১১ মে দিনব্যাপী উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ডিগ্রীর চর, মধ্যার চর, রহিমপুর, বেলুয়ার চর, ঝাউডাঙ্গা, কলা কান্দা, ভাত খাওয়া, তারাটিয়া, মাটের ঘাট এলাকার বিভিন্ন স্থানে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন- উপজেলার রহিমপুর গ্রামের কৃতিসন্তান ঢাকা গাজীপুর কোনাবাড়ীর মিসেস ছোঁয়া এন্টারপ্রাইজের প্রোপাইটার বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর সমাজ সেবক সেলিম মিয়া (জে কে)।
এসময় উকিল মিয়া, আবুল কালাম আজাদ, ফুলমিয়া, সাকোঁয়াত হোসেন, বাবুল মিয়া, বিমান, জাফর সাদেকসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সেলিম মিয়া জানান, দেশে করোনা মহামারীর কারণে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে, সামনে ঈদুল ফিতর উপলক্ষে আমি যতটুকু সম্ভব অসহায় পরিবারদের কথা চিন্তা করে তাদের পাশে দাড়িয়েছি। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন করার অনুরোধ রাখেন।