ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ মিছিল বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : প্রধান উপদেষ্টা সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার : পরিবেশ উপদেষ্টা অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা ইসরাইল পুড়ছে ভয়াবহ দাবানলে শক্তিশালী ভূমিকম্পের পর ১৮৫ বার আফটারশক তুরস্কে! এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশীপ পানি আটকানো ‘যুদ্ধ ঘোষণার’ শামিল : পাকিস্তান জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে করোনায় মারা গেছেন ৬০ ও নতুন আক্রান্ত ১৪৫২ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাস শনাক্তের ৪২০তম দিনে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৬০ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫২ এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩৭ ও নারী ২৩ জন।

গতকালের চেয়ে আজ ৩ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৫৭ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১১ হাজার ৫১০ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। গত ২৯ এপ্রিল থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১০ জন এবং ষাটোর্ধ বয়সী ৩৭ জন রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী ও খুলনা বিভাগে ৫ জন করে, বরিশাল বিভাগে ১জন এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন।

১ মে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২১ হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ১৭৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৬১ শতাংশ। আগের দিন এই হার ছিল ১০ দশমিক ৩৪ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৭৩ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৪ লাখ ৮৪ হাজার ৮২১ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪০ লাখ ৪৭ হাজার ৯২৩টি হয়েছে সরকারি এবং ১৪ লাখ ৩৬ হাজার ৮৯৮টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৮৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৩২৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ৪৭১ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০২ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ৭৬ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৬ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৮৪২ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০ হাজার ৮৪২ জনের। গতকালের চেয়ে আজ ৬ হাজার ২১টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ৩৪৬টি ও বেসরকারি ৭৪টিসহ ৪২০টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১১৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২১ হাজার ৪৬ জনের। গতকালের চেয়ে আজ ৫ হাজার ৯২৯টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ মিছিল

দেশে করোনায় মারা গেছেন ৬০ ও নতুন আক্রান্ত ১৪৫২ জন

আপডেট সময় ০৯:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাস শনাক্তের ৪২০তম দিনে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৬০ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫২ এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩৭ ও নারী ২৩ জন।

গতকালের চেয়ে আজ ৩ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৫৭ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১১ হাজার ৫১০ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। গত ২৯ এপ্রিল থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১০ জন এবং ষাটোর্ধ বয়সী ৩৭ জন রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী ও খুলনা বিভাগে ৫ জন করে, বরিশাল বিভাগে ১জন এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন।

১ মে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২১ হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ১৭৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৬১ শতাংশ। আগের দিন এই হার ছিল ১০ দশমিক ৩৪ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৭৩ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৪ লাখ ৮৪ হাজার ৮২১ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪০ লাখ ৪৭ হাজার ৯২৩টি হয়েছে সরকারি এবং ১৪ লাখ ৩৬ হাজার ৮৯৮টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৮৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৩২৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ৪৭১ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০২ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ৭৬ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৬ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৮৪২ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০ হাজার ৮৪২ জনের। গতকালের চেয়ে আজ ৬ হাজার ২১টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ৩৪৬টি ও বেসরকারি ৭৪টিসহ ৪২০টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১১৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২১ হাজার ৪৬ জনের। গতকালের চেয়ে আজ ৫ হাজার ৯২৯টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।সূত্র:বাসস।