ইসরায়েলে তেল শোধনাগারে ভয়াবহ আগুন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইসরায়েলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। ৩০ এপ্রিল নগরীর বাযান তেল শোধনাগারে এ দুর্ঘটনা ঘটে।

ইসরায়েলের গণমাধ্যম জানায়, ৩০ এপ্রিল তেল শোধনাগারে লাগা আগুন নেভাতে শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ডাকা হয়।

ইসরায়েলের জেরুজালেম পোস্ট পত্রিকা জানায়, বাযান শোধনাগারের একটি ক্ষতিগ্রস্ত পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়।

ইসরায়েলের চ্যানেল-১২ টেলিভিশন নেটওয়ার্ক জানায়, অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ ভেঙে গেছে। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে শোধনাগার থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এ ঘটনায় শোধনাগারের ক্ষতি ও সম্ভাব্য হতাহতের ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

sarkar furniture Ad
Green House Ad