ইসলামপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সজীব। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় সজীব (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সজীব উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া গ্রামের হুমায়ুন কবীর চাকলাদারের ছেলে। নোয়ারপাড়া ইউনিয়নের বৌশেরগড় এলাকায় যমুনার নদীর ওপারে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধীর বাবা ২৬ এপ্রিল ইসলামপুর থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। সজীবের সাথে তার মোবাইলে পরিচয় হয়। ২৫ এপ্রিল কেনাকাটা করতে ইসলামপুর শহরে আসলে প্রতিবন্ধী ওই ছাত্রীর সাথে দেখা করে বেড়ানোর কথা বলে তিন বন্ধুসহ উলিয়া এলাকার যমুনার নদীর ওপারে নিয়ে যায়। এ সময় জোর পূর্বক তারা ভুট্টা ক্ষেতে নিয়ে সজীব তাকে ধর্ষণ করে। এ সময় জানিক মাহমুদ নামের এক ব্যক্তি দেখে ফেলায় তারা প্রতিবন্ধীকে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খবর দিলে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে।

এ ব্যাপারে ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান বলেন, প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা পরের দিন মামলা দায়ের করেছেন। ওইদিন আমরা ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।

sarkar furniture Ad
Green House Ad