
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিম শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ২৭ এপ্রিল সকাল ১০টায় মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর আলহাজ ডা. ফাহিম উদ্দিন সরকার এতিম খানার ৪৫ জন ও কামালের বার্ত্তী গুচ্ছ গ্রামের ২৫ জন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার (ভূমি) ডা. স্নিগ্ধা দাস, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, আওয়ামী লীগ নেতা হাসমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, লবণ ও ছোলা বিতরণ করা হয়।