ইসলামপুরে নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

ইসলামপুরে নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল রাতে থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামপুরের উন্নয়ন, আগামী দিনে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। এ সময় ওসি মাজেদুর রহমানকে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফিরোজ খান লোহানী, আমাদের নতুন সময় প্রতিনিধি খাদেমুল হক বাবুল, ডেইলি বাংলাদেশ প্রতিনিধি আব্দুস সামাদ, এশিয়ান টিভি ও ভোরের কাগজ প্রতিনিধি মোরাদুজ্জামান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এস. এম শফিকুল ইসলাম ফারুক, দৈনিক যুগান্তর প্রতিনিধি রহিমা সুলতানা মুকুল, দৈনিক জাহান প্রতিনিধি হাফিজ লিটন, কলামিস্ট এম. কে দোলন বিশ্বাস, একাত্তর টিভি ও যায়যায়দিন প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রোকনুজ্জামান সবুজ, দৈনিক গণমুক্তি প্রতিনিধি কোরবান আলী, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি কৃষিবিদ শফিকুল রহমান শিবলী, কিউ টিভি প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু, আমাদের অর্থনীতির হেলাল উদ্দিন, আমাদের সময় প্রতিনিধি সাহিদুর রহমান, দৈনিক রুদ্র বাংলা প্রতিনিধি মো. হোসেন আলী শাহ্ ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad